এন্ডি পালন গৃহ ও জালি ঘরের উদ্বোধন

পিএনসি, লঙ্কা।
বরাক তরঙ্গ, ৩১ মার্চ : রবিবার হোজাই জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা রেশন বিভাগের ব্যবস্থাপনায় লঙ্কা শহরের পার্শ্ববর্তী২নং কাকী ডিফলু ব্লক স্থিত এন্ডি সমাহার কেন্দ্রে একটি নবনির্মিত এন্ডি পালন গৃহ ও জালি ঘরের উদ্বোধন করা হয়। অসমের হস্ততাঁত বস্ত্র এবং রেশম বিভাগের মন্ত্রী উর্খা গৌরা ব্ৰহ্ম   আনুষ্টানিক ভাবে  নবনির্মিত এই এন্ডি পালন গৃহ ও জালি ঘরটির উদ্বোধন করেন। এই কেন্দ্রের মাধ্যমে স্থানীয় এন্ডি পালকগন যথেষ্ট পরিমানে উপকৃত হবেন বলে অনুমান করা হচ্ছে। এর পাশাপাশি এখানে এন্ডি পালনের প্রশিক্ষনেরও ব্যবস্থা রয়েছে।

মন্ত্রী তাঁর ভাষণে এই এন্ডি সমাহার কেন্দ্রে একটি গাছের চারার নার্সারি স্থাপন করা হবে বলে উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে হোজাইর জেলা আয়ুক্ত বিদ্যুৎ বিকাশ ভাগবতী, অতিরিক্ত জেলা আয়ূক্ত সপ্ততী এন্দো, রেশম বিভাগের সঞ্চালিকা কাজরী রাজখোয়া, রাজ্য ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উপাধ্যক্ষ রাজবীর সিং এবং জেলা রেশম বিভাগের আধিকারিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Spread the News
error: Content is protected !!