শ্রীভূমিতে আনন্দ রাম বরুয়া পুরস্কার বিতরণ মন্ত্রী কৃষ্ণেন্দুর
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : শুক্রবার শ্রীভূমি জেলায় রাজ্য সরকার থেকে প্রদান করা ছাত্রছাত্রীদের জন্য ড. বাণীকান্ত কাকতি পুরস্কার হিসেবে স্কুটি, আনন্দ রাম বরুয়া পুরস্কার হিসেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ অর্থ এবং নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বাই সাইকেল বিতরণ করলেন রাজ্যের পশু পালন ও পশু চিকিৎসা, মীন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, রামকৃষ্ণ নগরের বিধায়ক বিজয় মালাকার, প্রাক্তন বিধায়ক প্রণব নাথ, শ্রীভূমি পুরসভার সভাপতি রবীন্দ্র চন্দ্র দেব, রামকৃষ্ণ পুরসভার চেয়ার পার্সন প্রতিমা নাথ, শ্রীভূমি জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, এডিসি ধ্রুবজ্যোতি দেব, বিদ্যালয় সমূহের পরিদর্শক নিলম জ্যোতি দাস, বিশিষ্ট শিক্ষাবিদ রামেন্দ্র ভট্টাচার্য, করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রামানুজ চক্রবর্তী, এরালিগুল দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যী, বিজেপি নেত্রী শিপ্রা গুন, অমরেশ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ডিডিসি দীপক জিডুং। এতে এদিন মন্ত্রী পাঁচ জন ছাত্র ছাত্রীদেরকে আনুষ্ঠানিক ভাবে স্কুটি, বাই সাইকেল ও আনন্দ রাম বরুয়া পুরস্কার হিসেবে ১২হাজার ৫০০টাকার চেকের রিপ্লিকা তুলে দিয়ে জেলায় এই পুরস্কার বিতরণ কার্যসূচির সূচনা করেন। এতে মন্ত্রী রাজ্য সরকার থেকে ছাত্র ছাত্রীদের জন্য প্রদান করা এই পুরস্কারগুলি শিক্ষার জন্য সহায়ক হবে বলে জানান। পাশাপাশি তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রামকৃষ্ণ নগরের বিধায়ক বিজয় মালাকার, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, শিক্ষাবিদ রামেন্দ্র ভট্টাচার্য, ড. রামানুজ চক্রবর্তী, ড. জয়শ্রী চক্রবর্তী, সুব্রত ভট্টাচার্যী, পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব বক্তব্য তুলে ধরেন। উল্লেখ্য, এবছর শ্রীভূমি জেলায় সরকারি বিদ্যালয়ে নবম শ্রেণীতে পাঠরত ১২১২৬ জন ছাত্র ছাত্রীকে বাই সাইকেল, প্রথম শ্রেণীতে দ্বাদশ উত্তীর্ণ ছাত্রী ও ৭৫ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ উত্তীর্ণ ছাত্রদের ড. বাণীকান্ত কাকতি পুরস্কার হিসেবে ১৯৩০ জনকে স্কুটি এবং ৮৪৮ জন হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ ছাত্র ছাত্রীকে আনন্দ রাম বরুয়া পুরস্কার হিসেবে ১২হাজার ৫০০টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হচ্ছে।