নিউ ইয়ং স্টার ক্লাবের ব্যবস্থাপনায় শুরু আনন্দ মেলা সোনাবাড়িঘাটে

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : দ্বিতীয়বারের সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের ব্যবস্থাপনায় শুরু হল আনন্দ মেলা। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী ফকরুল ইসলাম বড়ভূইয়া। সঙ্গে ছিলেন দুই প্রাক্তন জিপি সভাপতির প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া ও হামিদুল হক চৌধুরী, সমসুর উদ্দিন আহমেদ, মেলা কমিটির পক্ষে প্রলয় দে সহ অন্যান্যরা। উদ্বোধনের পর এক সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি জামাল উদ্দিনের পৌরোহিত্য সভায় বক্তারা গত বছর মেলা সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, এবারও যেন সেই সুনাম অক্ষুন্ন থাকে। সবাইকে মেলায় এসে আনন্দ উপভোগ করার আহ্বান জানান। বক্তব্য রাখেন সামসুল ইসলাম বড়ভূইয়া, ক্লাবের দুই উপদেষ্টা আজিজুর রহমান চৌধুরী ও সমসুর উদ্দিন আহমদ, সমাজকর্মী ইমদাদ হোসেন লস্কর (বাপ্পু), মেলার ইনচার্জ আবুল হোসেন প্রমুখ।

মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা আয়ুব বখত মজুমদার (আবজল), হামিদুল হক চৌধুরী, সমাজকর্মী জাবেদ চৌধুরী, সুহেল চৌধুরী, প্রলয় দে, আবির হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের উপদেষ্টা আশু চৌধুরী। অনুষ্ঠান শেষে ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন জানান, মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই মেলা শেষ করা হবে। মেলা পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন তিনি। মেলায় রয়েছে মৌতকা কুয়া, ম্যাজিক, টয়টরা, নাগরদোলা, টয়ট্রেন, ব্রেক ডান্স, চিত্রহার, নৌকা সহ নানা রকমের পসরা। তিনি সবাইকে আহ্বান জানান। 

নিউ ইয়ং স্টার ক্লাবের ব্যবস্থাপনায় শুরু আনন্দ মেলা সোনাবাড়িঘাটে

Author

Spread the News