গোলাঘাট দুর্ঘটনা : তদন্ত করছে দিল্লির এসএলএফ-র বিশেষজ্ঞ দল

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : গোলাঘাটের দেড়গাঁওয়ের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার একদিন পর দিল্লি-ভিত্তিক সেভ লাইফ ফাউন্ডেশন (এসএলএফ) বিশেষজ্ঞদের তিন সদস্যের এক দল ঘটনাস্থলে পৌঁছেছে। আজ, শুক্রবার তদন্ত শেষ করবে দলটি।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দলটি ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। অসম সরকার সংস্থার সদস্যদের দেরগাঁওয়ে দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করার জন্য অনুরোধ করেছে বলে জানা যায়।

বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক কৌশলের ভিত্তিতে বিস্তারিত তদন্ত শুরু করেন এবং দুর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করবেন বলে আশা করা হচ্ছে, সূত্র জানিয়েছে।

তিন সদস্যের দল তদন্তের প্রাথমিক পর্যায় হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী পর্যায়ে মুখোমুখি সংঘর্ষে জড়িত দুটি যানবাহন পরিদর্শন করবে।

ঘটনাস্থলে পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, দিল্লি থেকে একটি দল তদন্ত শুরু করেছে এবং শুক্রবার তা শেষ হবে।

“দলটি দিল্লি থেকে এসেছে এবং কেন এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং ঘটনার পরে কী ঘটেছে তা তদন্ত করছে,” কর্মকর্তা বলেছেন।

উল্লেখ্য, বুধবার ভোরে পিকনিক বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশু-কিশোর সহ ১২ জন প্রাণ হারান। এ দুর্ঘটনায় গোটা রাজ্য বাকরুদ্ধ হয়ে পড়ে।

Author

Spread the News