মণিপুরে জনতার হাতে মার খেয়ে প্রাণ হারালেন প্রাক্তন এক সেনাকর্মী
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : ফের উত্তপ্ত হয়ে উঠেছে মনিপুর। চলছে গোলাগুলি, জ্বলছে এলাকা। উত্তেজিত জনতার হাতে মার খেয়ে প্রাণ হারালেন প্রাক্তন এক সেনাকর্মী। সোমবার সকালের দিকে মণিপুরের একটি বাফার জোন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, লালবই মেইতে নামে ওই প্রাক্তন সেনাকর্মী ভুল করে মেইতেই ও কুকিদের ওই বাফার জোনে ঢুকে পড়েছিলেন। পরে একদল উত্তেজিত জনতা তাকে পিটিয়ে হত্যা করে।
লালবই মেইতে মণিপুরের ক্যাংপোকপি জেলার মোতবাং এলাকার বাসিন্দা ছিলেন। ভারতীয় সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সৈন্য ছিলেন তিনি। সোমবার সকালের দিকে ইম্ফল পশ্চিম জেলার সেকমাই এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ শনাক্ত করে পুলিশকে খবর দেন।