আমসু-র রাতাবাড়ি আঞ্চলিক কমিটি গঠন
বরাক তরঙ্গ, ২০ জুলাই : সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন (আমসু)-র শ্রীভূমি জেলা কমিটির অধীনস্থ রাতাবাড়ি আঞ্চলিক কমিটি গঠন করা হল। রবিবার রাতাবাড়ি বাজারে রয়্যাল অ্যাকাডেমিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মওলানা বাহারুল ইসলামের পৌরোহিত্ব সভায় দীর্ঘ আলোচনা শেষে সভাপতি আহাদুর রহমান এবং দুই সাধারণ সম্পাদক মুস্তাফা হাসান এবং আবু শহিদকে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট আমসু-র একটি আঞ্চলিক কমিটি গঠন করা হয়।

এদিন কমিটি গঠন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মওলানা বাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আফজল হোসেন তাপাদার, উপদেষ্টা মওলানা সুফিয়ান আহমেদ এবং আবু সুফিয়ান, সহ-সভাপতি হবিবুর রহমান তালুকদার, রাতাবাড়ি এলাকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষক হোসাইন আহমেদ, মওলানা জসিম উদ্দিন, সফুর আহমেদ, মওলানা জামাল উদ্দিন প্রমুখ।
