বিজয় দিবসে সমাজসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল আমসা

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : অসম মেডিক্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন (আমসা)-এর কাছাড় ইউনিট বৃহস্পতিবার আমসা বিজয় দিবস উদ্‌যাপন করল উৎসাহ ও ঐক্যের আবহে, শিলচরের হসপিটাল রোডে থাকা আমসা হাউসে। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত আমসা রাজ্যের চিকিৎসক সমাজের কল্যাণ এবং আসামের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কাছাড় ইউনিটের সভাপতি ডাঃ অরূপ কুমার পাটোয়া।  উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডাঃ রণবিজয় মালাকার, সম্পাদক ডাঃ  কেশব পতিকার, সহ-সম্পাদক ডাঃ রোহন বিশ্বাস সহ অন্যান্য পদাধিকারী ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের সূচনা হয় আমসা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, যা সম্পন্ন করেন আমসা কাছাড় ইউনিটের সিনিয়র সদস্য ডাঃ সাধন কুমার রায় ও ডাঃ জিতেন সিং হাজরি। সভাপতি ডাঃ অরূপ কুমার পাটোয়া তাঁর বক্তব্যে আমসার অতীত সংগ্রামের কথা স্মরণ করে বলেন, “প্রায় ২০ বছর আগে আমসা চিকিৎসকদের ন্যায্য দাবির সমর্থনে এক বৃহৎ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। প্রশাসন সেই সময় অধিকাংশ দাবিই মেনে নেয়, এবং সেই ঐতিহাসিক সাফল্যের স্মরণে প্রতিবছর এই দিনটি বিজয় দিবস হিসেবে উদ্‌যাপন করা হয়।”
তিনি আরও বলেন, “আমসা চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে, যাতে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়।”

Spread the News
error: Content is protected !!