সোনাইয়ে অমৃত কলস যাত্রার মাটি একত্রিত

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : সোনাই উন্নয়ন খণ্ডের অন্তর্গত প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার অমৃত কলস যাত্রার মাটি একত্রিত করে গুয়াহাটির উদ্দেশে পাঠানো হচ্ছে। রবিবার সোনাই মাল্টিপারপাস হলে এ উপলক্ষে আয়োজিত হয় এক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে ব্লকের ইনচার্জ বিডিও কুমারগৌরব দাস জানান, প্রত্যেক জিপি থেকে মাটি সংগ্রহ করা হয়েছে। এখন তা আনুষ্ঠানিক ভাবে দিশপুর পাঠানো হবে।
  
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা প্রত্যেক গ্রামের মাটি একত্রিত করেন। এতে তিনি জানান, উন্নয়ন খণ্ড থেকে মাটি ভর্তি দু’টি কলস পাঠানো হচ্ছে। এভাবে জেলার প্রত্যেকটি গ্রাম ও শহর থেকে অমৃত কলস যাত্রার মাটি পাঠানো হচ্ছে দিশপুর হয়ে দিল্লির উদ্দেশে। 

সোনাইয়ে অমৃত কলস যাত্রার মাটি একত্রিত

এদিন সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের উপ সভাপতি ফয়জুল হক আহমেদের পৌরহিত্যে অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিভিন্ন জিপির সভাপতি যথাক্রমে অপুকুমার দাস, তাহের আহমেদ, চুনিলাল সিংহ, রফিকুল হক বড়ভূইয়া সহ অন্যরা। এদিকে, সোনাই ব্লকের অমৃত কলস নিয়ে গুয়াহাটি যাবেন নীতিশ তিওয়ারি।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।

Author

Spread the News