ধলাই উপনির্বাচনে নির্দল হয়ে লড়ার ঘোষণা অমিয়কান্তির

বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : ধলাই বিধানসভা উপনির্বাচনে শাসকদলের টিকিট পয়েছেন নীহাররঞ্জন দাস। সম্ভাব্য প্রার্থী ছিলেন অমিয়কান্তি দাশ। কিন্তু টিকিট পেলেন না তিনি। এতে বিজেপি থেকে সদস্য পদত্যাগ করেন। এরপর ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন।

ধলাই উপনির্বাচনে নির্দল হয়ে লড়ার ঘোষণা অমিয়কান্তির

রবিবার ধলাইর নরসিংহপুরে অনুষ্ঠিত সভায় তিনি এই ঘোষণা দেন। সভায় অমিয়কান্তি দাশ বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে আসছি। দলের হয়ে কাজ করলেও, দল আমার অবদানকে যথাযথ মর্যাদা দেয়নি। তাই দল ছেড়ে আমি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার লক্ষ্য ধলাইয়ের মানুষের সেবা করা এবং তাদের উন্নয়নের জন্য কাজ করা।” এছাড়া তিনি আরও জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তগুলির সঙ্গে তিনি একমত নন। সেই কারণে তিনি দলের সমস্ত পদ ও সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। অমিয় কান্তি দাশের এই সিদ্ধান্তে ধলাই অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে।

ধলাই উপনির্বাচনে নির্দল হয়ে লড়ার ঘোষণা অমিয়কান্তির

বিজেপির প্রাক্তন নেতার এই পদক্ষেপের ফলে উপনির্বাচনে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ধলাইয়ের সাধারণ মানুষও এ বিষয়ে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ অমিয় কান্তি দাশের এই সাহসী পদক্ষেপকে সমর্থন করেছেন, আবার অনেকে সমালোচনা করেছেন তার সিদ্ধান্তের। আগামী উপনির্বাচনে অমিয়কান্তি দাশের এই নতুন ভূমিকা কী প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।

Author

Spread the News