বিজেপি প্রভাব কাটিয়ে কংগ্রেসের দু’টি ভোট নষ্ট করেছে আমিনুল
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠনে বিজেপি প্রশাসনকে ব্যবহার করেছে বলে গুরুতর অভিযোগ তুললেন সোনাইর প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর। বুধবার তিনি সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে জানান, কংগ্রেসের পাঁচজন সদস্য থাকা সত্ত্বেও বিজেপি প্রভাব কাটিয়ে কলা কৌশলে কংগ্রেসের দু’টি ভোট নষ্ট করেছে। এতে আধিকারিকরা শাসকদলের নির্দেশে কাজ করেছেন বলে স্পষ্ট বোঝা গিয়েছে। তাঁরা এনিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান আমিনুল হক।