মধুরবন্দী গ্রামে নৌকাডুবি ঘটনায় মৃতদের পরিবারের খোঁজ নিলে আমিনুল

বরাক তরঙ্গ, ৭ জুন : দক্ষিণ মোহনপুর জিপির মধুরবন্দী গ্রামে নৌকাডুবি ঘটনায় মৃত্যু হওয়া ছয় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শান্তনা ও সমবেদনা জ্ঞাপন করলেন কংগ্রেস নেতা তথা সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর। শুক্রবার মধুরবন্দী গ্রামে পৌঁছে ছয় অভাগার পরিবার পরিজনের সঙ্গে দেখা করেন। আমিনুল হক লস্কর নিহতদের পরিবারের সদস্যদের পাশে থেকে আগামীতে যাবতীয় সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দেন।

মধুরবন্দী গ্রামে নৌকাডুবি ঘটনায় মৃতদের পরিবারের খোঁজ নিলে আমিনুল

গত সোমবার যখন এই অভিশপ্ত ঘটনাটি ঘটেছিল তখন কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর এটা শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তখন ভালো করে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে সুবিধাজনক পরিস্থিতিতে কথা বলতে পারেননি। তাই শুক্রবার সময় নিয়ে সৌজন্যমূলক খোঁজ খবর নিতে মধুরবন্দী গ্রামে আমিনুল হক লস্কর পৌঁছান।

মধুরবন্দী গ্রামে নৌকাডুবি ঘটনায় মৃতদের পরিবারের খোঁজ নিলে আমিনুল

এদিন আমিনুল হক লস্করকে পাশে পেয়ে মধুরবন্দী গ্রামের গ্রামবাসীরা তাঁদের গ্রামের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। গ্রামের সমস্যা নিরসনে যাবতীয় সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দিয়ে আসেন আমিনুল হক লস্কর।

মধুরবন্দী গ্রামে নৌকাডুবি ঘটনায় মৃতদের পরিবারের খোঁজ নিলে আমিনুল

এ দিন আমিনুল হকের সঙ্গে শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি খসরু আলম চৌধুরী, সোনাই শহর কংগ্রেসের সম্পাদক সাহাদত হুসেন লস্কর, জেলা মাইনোরিটি কংগ্রেসের সহসভাপতি বাবুল আহমদ বড়ভূইয়া, সেবাদলের কর্তা জুবায়ের আহমেদ লস্কর, দক্ষিণ সৈদপুর জিপির প্রাক্তন এপি সদস্য হিরামণি লস্কর, শিলডুবির বিশিষ্ট কংগ্রেস নেতা খায়রুল ইসলাম লস্কর, সিঙ্গিরবন্দ জিপির মণ্ডল কংগ্রেস সভাপতি নবাব হুসেন চৌধুরী, রুপাইবালী জিপির মণ্ডল কংগ্রেস সভাপতি হিলাল আহমদ লস্কর, রুপাইবালী জিপির প্রাক্তন জিপি সভাপতি হানিফ আলম লস্কর, কাপ্তানপুর জিপির প্রাক্তন এপি সদস্য আবুসিদ্দিক লস্কর, স্বাধীন বাজার জিপির প্রাক্তন জিপি সভাপতি জাহান মজুমদার, কচুদরম জিপির প্রাক্তন এপি সদস্য আক্তার হোসেন লস্কর, দক্ষিণ মোহনপুর জিপির প্রাক্তন মণ্ডল কংগ্রেস সভাপতি তৈবুর রহমান আহমদ, আলম আহমদ চৌধুরী, মিনুক লস্কর সহ আরো অনেক বিশিষ্টজনেরা।

উল্লেখ্য, গত ৩ জুন সোমবার মধুরবন্দী গ্রামে দুটা নৌকা ডুবে হৃদয়বিদারক একটা ঘটনা ঘটে। এতে ৬ জন নিহত হয়েছিলেন। ৪ জন প্রাণে বেঁচেছিলেন। জেলা প্রশাসন এবং স্থানীয়দের তৎপরতায় নিহতদের উদ্ধার করা হয়।

Author

Spread the News