জেলা কংগ্রেস কার্যালয়ে সংবর্ধনায় ভাসলেন আমিনুল হক
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : কংগ্রেসে যোগদানের পর শিলচরে উপস্থিত হলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর।
রবিবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে আমিনুল হক লস্কর শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে পৌঁছলে সংবর্ধনায় ভাসলেন। এ উপলক্ষে জেলা কার্যালয়ের মাঠে সব স্তরের কর্মকর্তাদের নিয়ে এক বিশাল সভারও আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া ডাঃ শান্তিকুমার সিংহ। তাঁকেও সংবর্ধনা জানানো হয়।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন, বিভাজনের রাজনীতিতে তিনি থাকতে পারবেন না এবং এআইইউডিএফ ও বিজেপি এক সঙ্গে কাজ করছে বলেও উল্লেখ করেন। বিজেপি এআইইউডিএফ ছাড়া চলতে পারে না, তার জন্য তিনি বিজেপি দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন।
আমিনুল হক বলেন, বিজেপি ক্ষমতার লোভে রাজনীতি করে তার জন্য বিজেপি ছেড়েছেন। আগামীদিনে বিজেপি শেষ হয়ে যাবে এবং কংগ্রেস সরকার গঠন করবে। লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য একজন ব্যর্থ মন্ত্রী ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার ২ লক্ষ ভোটে জয়ী হবেন আশা ব্যক্ত করেন।