কালীগঞ্জে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিলিপি পুড়ালো আমসু
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : রাজ্যব্যাপী আমসুর কেন্দ্রীয় কমিটির নির্দেশে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে শ্রীভূমি জেলার কালীগঞ্জে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজি সাদিক আখতার ও শ্রীভূমি জেলা আমসুর সভাপতি মওলানা বাহারুল ইসলামের নেতৃত্বে এই বিক্ষোভে শতাধিক কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা কালীগঞ্জে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায় এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে শ্লোগান তোলে। কাজি সাদিক আখতার বলেন, “ওয়াকফ সম্পত্তি আল্লাহর নামে নিবেদিত। এটি কোনওভাবেই অন্য কারো হাতে তুলে দেওয়া যাবে না। মুসলিমদের মসজিদ, মাদ্রাসা ও মাজার নিয়ে রাজনীতি করলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।”

তিনি আরও বলেন, “ওয়াকফ সংশোধনী বিল সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক। এই বিল বলবৎ করতে কেন্দ্রীয় সরকার সংবিধান লঙ্ঘন করছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই বিল মানা হবে না এবং মুসলিম সম্প্রদায় গণতান্ত্রিক উপায়ে এর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ চালিয়ে যাবে।” বিক্ষোভ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন শ্রীভূমি জেলা আমসুর সহ-সম্পাদক সাহিদ আহমেদ পাটিকর, কালীগঞ্জ আঞ্চলিক আমসুর সভাপতি সহিদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিনের বিক্ষোভে কালীগঞ্জ ও তার আশপাশের এলাকা থেকে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেয়। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেয় যে, ওয়াকফ সংশোধনী বিল বাতিল না হলে তারা তাদের আন্দোলন আরও তীব্র করবে।