ট্র্যাকে আটকে গেল অল্টো, ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল, রক্ষা যাত্রীদের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৬ মে : রেলওয়ে ক্রসিঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্থ যাত্রীবাহী অল্টো। বরাত জোরে প্রাণে বাঁচলেন চালক সহ তিন যাত্রী। রবিবার সকালে করিমগঞ্জের কায়স্থগ্ৰামে এ ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, মালবাহী ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয় একটি যাত্রীবোঝাই অল্টো কার। বরাত জোরে চালক সহ রক্ষা পান তিনযাত্রী।

এদিন দুয়ারিবাগ এলাকার রেলগেট না থাকা রেলওয়ে ক্রসিং দিয়ে এএস ১০ এ ১৫১১ নম্বরের অল্টো কার রেলপথ পার হতে গিয়ে রেলের ট্র্যাকে ফেঁসে যায়। এতে গাড়ির যাত্রীরা সামনে ভয়ঙ্কর বিপদ দেখে কাল বিলম্ব না করে গাড়ি থেকে নেমে অন্যত্র আশ্রয় নেন।ততক্ষনে ত্রিপুরাগামী মালবাহী ট্রেনটি অল্টো কারকে ধাক্কা মেরে প্রায় দু’শ মিটার দুর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে অল্টো গাড়িটির বিভিন্ন অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর প্রায় আধঘন্টা সময় ধরে রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে এ ঘটনা তদন্তে নামে রেল পুলিশ। এ দিকে, দুর্ঘটনার জন্য স্থানীয়রা দুয়ারিবাগ এলাকায় রেলগেট না থাকাকে দায়ী করেছেন।