ওয়েলডিং করতে গিয়ে পুড়ে গেল অল্টো

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৫ জুলাই : বরাত জোরে রক্ষা পেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাজা‌রিছড়ার মাকুন্দা এলাকা। জানা গেছে, শুক্রবার বিকেলে চারটা নাগাদ মাকুন্দার এক ওয়েলডিং দোকানে একটি অল্টো গাড়ি ওয়েলডিং করতে গিয়ে আকস্মিক ভাবে গাড়িতে আগুন লেগে যায়। এতে দাও দাও করে আগুন জ্বলে ওঠে ওই গাড়িতে। এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান গাড়ির মালিক ও দোকানের সত্বাধিকারী সহ আশপাশে থাকা লোকজন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ছুটে আসেন এবং সবার সহযোগিতায় বালতি দিয়ে গাড়িতে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।তবে গাড়ির বেশকিছু ক্ষতিসাধন হয়েছে বলে খবর পাওয়া গে‌ছে।

Author

Spread the News