ডিরাকে বিস্ফোরণ, গ্রেফতার আলফা ক্যাডার

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : বুধবার কাকপথারের ডিরাকে বিস্ফোরণের পর বৃহস্পতিবার আলফা(স্বাঃ) ক্যাডারকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম অচ্যুতানন্দ নেওগ ওরফে নিলয় অসম। তিনসুকিয়া বড়ডুমসায় গ্রেনেড সহ তাকে গ্রেফতার করা হয়।

সূত্রের খবর, নিলয় অসম এই বিস্ফোরণের পরিকল্পনা করেছিল। নিলয় অসমকে বর্তমানে আসাম রাইফেলস ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার ডিরাকের কাপাহতলি সেনা ক্যাম্পের কাছে গ্রেনেড বিস্ফোরণে আলফা (স্বাধীন) জড়িত বলে সন্দেহ করেছে অসম পুলিশ। বৃহস্পতিবার আলফা (স্বাধীন) সদস্যদের গ্রেফতারের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। বুধবারের ঘটনায় নিলয় অসম জড়িত কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি তার স্ত্রীর সঙ্গে ২০২২ সালে আলফা (স্বাধীন)-এ যোগ দেন। তিনি এখনও আলফা এর সদস্য। নেওগের স্ত্রী এখনও আলফা (স্বাধীন) ক্যাম্পে রয়েছেন।

Author

Spread the News