রাত কাটিয়ে জেল থেকে ছাড়া পেলেন আল্লু অর্জুন

১৪ ডিসেম্বর : একরাত জেলে কাটানোর পর মুক্তি পেলেন মহাতারকা আল্লু অর্জুন। আজ, শনিবার সকাল ৭টা নাগাদ পর্দার ‘পুষ্পা’-কে হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলের পিছনের দরজা দিয়ে বের করে আনা হয়। ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় আল্লুকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় নিম্ন আদালত। রায় খারিজ করে অভিনেতাকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় তেলঙ্গানা হাইকোর্ট। সকালে তাঁর জেলমুক্তি হল।

এদিকে, অন্তর্বর্তী জামিন পাওয়ার পরও অভিনেতাকে কেন রাতে জেল থেকে ছাড়া হল না, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁর আইনজীবী। অভিযোগ, হাইকোর্টের নির্দেশের কপি রাতেই জেল কর্তৃপক্ষ হাতে পেয়েছিলেন। তা সত্ত্বেও নানা অজুহাতে ছাড়া হল না অভিনেতাকে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অভিনেতার আইনজীবী।

রাত কাটিয়ে জেল থেকে ছাড়া পেলেন আল্লু অর্জুন

Author

Spread the News