কলকলিঘাট সমবায়কে ৭৫ বিঘা ভূমি প্রদান

বরাক তরঙ্গ, ২ নভেম্বর : লোয়ারইরপোয়া সমবায় সমিতির পর এবার সরকারি ভাবে কলকলিঘাট সমবায় সমিতিকে ৭৫ বিঘা ভূমি প্রদান করা হল। এ ম‌র্মে গত ২৭ অক্টোবর পাথারকান্দি অ্যাসিস্টেন্ট সেটেলমেন্ট অফিস কর্তৃক আমিন আব্দুর রৌফ উল্লেখিত সিলিং খাস জমির সরকারি নথিপত্র সমঝে দেন  সমবায় সমিতির সম্পাদক ও সভাপতির হাতে। বৃহস্পতিবার এক সাংবা‌দিক স‌ম্মেলন করে সমবায় কর্তৃপক্ষ জমি গ্রহণের কথা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও পাথারকান্দি সেটেলমেন্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানান। তাঁরা বলেন, উল্লেখিত জমি লাভের ফলে সমবায়ের কৃষি উন্নয়ন ক্ষেত্রে আরও লাভবান হবে। জমিতে অদুর ভবিষ্যতে মাছ চাষের জন্য ফিশা‌রি সহ বাগান করার পরিকল্পনা রয়েছে তাঁদের। এই ভূমি লাভের জন্য স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল ব্যাপক তৎপরতা রয়েছে যাতে আগামীদিনে বাস্তবে রূপায়িত করা যায় এই সংকল্প নেন সমবায় কর্তৃপক্ষ।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কলকলিঘাট সমবায়ের সচিব পান্নালাল গোপ, কলকলিঘাট সমবায়ের সভাপতি ঈশ্বরচন্দ্র সিনহা, কলকলিঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি কল্প দেব, কলকলিঘাট জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সন্তোষ কানু, আরিফুল ইসলাম, অচ্যুত কর, সাদ্দাম আহমেদ, আশুতোষ পাল, আনোয়ার হোসেন, প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News