বাগপুর লুমাকি জামে মসজিদে নামাজ পড়ালেন আল্লামা সৈয়দ আসজাদ মাদানি

নিপ্পু লস্কর, সোনাই
বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর :  কাছাড় জেলার বাগপুর লুমাকি জামে মসজিদে এক ঐতিহাসিক জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এদিন উত্তরপ্রদেশ থেকে আগত আল্লামা সৈয়দ হাসান আসজাদ মাদানি  জুম্মার নামাজ পাঠ করান এবং বিশ্ব শান্তির উদ্দেশ্যে মোনাজাত করেন। এরপর সৈয়দ হাসান আসজাদ মাদানিকে সম্মাননা প্রদান করা হয়। জুম্মার নামাজ শেষে লুমাকি মসজিদের ছবাহি মক্তবের ভিত্তিপ্রস্তর করেন তিনি। 

জুম্মার নামাজে বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ হাজার ইসলাম ধর্মাবলম্বী লোকজন অংশগ্রহণ। এদিন অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন আদর্শ সমাজ গঠনে ছবাহি মক্তব ও দীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম। অথচ কালের বিবর্তনে মক্তব শিক্ষা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে মুসলিম সমাজ। তাই ছাত্র ছাত্রিদের মক্তব শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার জন্য অভিবাবকদের কাছে অনুরোধ করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসাকান্দি মাদ্রাসার শিক্ষক মওলানা লুকমান, শিক্ষক মওলানা আব্দুল হামিদ সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানটি সুন্দর ও সফল ভাবে সম্পূর্ণ হওয়ায় আয়োজক কমিটির পক্ষে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষক শাহিন আহমেদ লস্কর, শিক্ষক জুবায়ের আহমেদ বড়ভূইয়া, মাতাব উদ্দিন লস্কর, শাহারুল ইসলাম লস্কর, ইয়াহিয়া বড়ভূইয়া সহ অন্যান্যরা।

বাগপুর লুমাকি জামে মসজিদে নামাজ পড়ালেন আল্লামা সৈয়দ আসজাদ মাদানি

Author

Spread the News