শ্রীভূমি ও হাইলাকান্দিতেও সব শিক্ষাপ্রতিষ্ঠান ২ ও ৩ জুন ছুটি ঘোষণা

বরাক তরঙ্গ, ১ জুন : বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং জনসুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা প্রশাসন পৃথক পৃথক নির্দেশে ২ জুন সোমবার ও ৩ জুন মঙ্গলবার তিন জেলার সব ধরনের বিদ্যালয়সমূহ বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন। এই নির্দেশে বলা হয়েছে ২ ও ৩ জুন শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার সরকারি, প্রাদেশিকীকৃত, বেসরকারি ও ভেঞ্চার—সব ধরনের বিদ্যালয়সমূহ বন্ধ থাকবে। তবে সবচেয়ে বড় কথা হলো, হাইলাকান্দি জেলা প্রশাসন বরাক উপত্যকার সরকারি স্বীকৃতি ভাষা বাংলায় এই নির্দেশটি জারি করেছেন। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, আগামী দিনগুলোতেও বৃষ্টির প্রকোপ অব্যাহত থাকার সম্ভাবনা প্রবল। এর ফলে জলাবদ্ধতা, রাস্তাঘাটে প্রতিবন্ধকতা ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যা বিদ্যালয়ে যাতায়াত ও দৈনন্দিন কার্যক্রমে বড় ধরণের বাধা হয়ে দাঁড়াতে পারে।

শ্রীভূমি ও হাইলাকান্দিতেও সব শিক্ষাপ্রতিষ্ঠান ২ ও ৩ জুন ছুটি ঘোষণা
Spread the News
error: Content is protected !!