৭.৩ মাত্রায় কেঁপে উঠল আমেরিকার আলাস্কা
১৭ জুলাই : জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার আলাস্কা (Alaska Earthquake)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। এরপরই আলাস্কার দক্ষিণে ও আলাস্কা উপদ্বীপে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের (USGS) তথ্য অনুসারে, স্থানীয় সময় দুপুর ১২টো ৩৭ মিনিট নাগাদ (ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার রাত ২টো ৭ মিনিট) এই ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল দ্বীপ শহর স্যান্ড পয়েন্ট থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০.১ কিলোমিটার গভীরে। তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে ৩৬ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরেই আলাস্কার পামারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্রের তরফে জানানো হয়, দক্ষিণ আলাস্কা এবং আলাস্কা উপদ্বীপ, কেনেডি প্রবেশদ্বার, আলাস্কা (হোমার থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে আলাস্কার ইউনিমাক পাস (উনালাস্কা থেকে ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূল এলাকার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে আমেরিকার মূল ভূখণ্ড বা আরও দূরবর্তী অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানানো হয়েছে। এদিকে, সুনামির সতর্কতা জারির পরই স্যান্ড পয়েন্টের বাসিন্দাদের উঁচু এবং নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আশেপাশের অঞ্চলগুলির বাসিন্দাদেরও সতর্ক করে দেওয়া হয় প্রশাসনের তরফে।