বরাকের রেল ও সড়ক যোগাযোগ নিয়ে তিন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আকসার
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : দিল্লি চলো অভিযান শেষ করে ফিরল আকসার প্রতিনিধি দল। রবিবার শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, বরাকের রেল ও সড়ক যোগাযোগ সম্পর্কে দিল্লি চলো যে অভিযান গিয়ে ব্যাপক সাড়া পেয়েছেন। তিনি বলেন, তাঁরা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গাড়করির সঙ্গে দেখা করেছেন। শিলচর-লঙ্কা বিকল্প রেললাইনের জরিপের কাজ শীঘ্রই শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন রেল মন্ত্রী।
এছাড়া জাহাজ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন বদরপুর ও করিমগঞ্জে বন্দরের শিলান্যাস শীঘ্রই করা হবে। তাঁরা সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাড়করি দেখা না পেলেও তাঁর ওএসডির সঙ্গে দেখা করে বরাকের বিকল্পল সড়ক সংক্রান্ত একটি স্মারকপত্র দিয়েছেন। এ সমস্ত বিষয়ে তুলে ধরে আকসার উপদেষ্টা রুপম নন্দী পুরকায়স্থ বলেন, দিল্লিতে গিয়ে যে কাজ হয় এটা আবার বোঝা গেল। উন্নয়নের ক্ষেত্রে বিধায়ক ও সাংসদদের ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, এইসব বিষয় উচিত ছিল তাঁদের তুলে ধরা। বিশেষ করে তিনি রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান। সাংবাদিক সম্মেলনের উপস্থিত ছিলেন মধুমিতা দে, জয়শ্রী নাথ, সুকোমল দাস প্রমুখ।