করিম উদ্দিনের প্ররোচনায় ভোট ভাগাভাগি না করার আহ্বান অখিলের

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ ,২০ এপ্রিল : বরাকের রূপকার ময়ীনুল হক চৌধুরীর পর ফের একজন যোগ্য প্রার্থী পেয়েছেন করিমগঞ্জবাসী। বরাকের উন্নয়ন নিয়ে কথা বলার সুযোগ্য প্রার্থী করিমগঞ্জবাসীর ভাগ্যে জুটেছে। যথাযথ সম্মানের সঙ্গে মাথা তুলে দাঁড়াবার সঠিক সময় এসেছে উন্নয়ণ বঞ্চিত জনগণের। সেই সময় এবং সুযোগকে কাজে লাগাতে পারলে ব্রহ্মপুত্রের মত বরাকের সম উন্নয়ন এবং সম্মান ফিরে আসবে।

শনিবার জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্করের পৌরহিত্যে জনসভায় রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক  অখিল গগৈ বলেন, সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া মুখ্যমন্ত্রীর দালাল, এর প্ররোচনায় মুসলিম ভোট ভাগাভাগি করে বিজেপিকে জেতাবেন না করিমগঞ্জে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন। করিম উদ্দিনের ইশারায় পারুল চৌধুরীকে টিকিট দেওয়া হয়েছে বিজেপিকে জিতিয়ে দেওয়ার জন্য। ফলে কোন অবস্থায় মুসলিম ভোট ভাগাভাগি হতে দেবেন না। না হলে সেই ভূলের মাশুল বরাকবাসী কোন দিন শুধরাতে পারবে না। করিম উদ্দিনের মনোনীত প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী যিনি জনসভায় ভাল করে বক্তব্য রাখতে পারছেন না সেই পারুল চৌধুরী কিভাবে সংসদে গিয়ে জনতার উন্নয়নের জন্য কথা বলবেন।

করিম উদ্দিনের প্ররোচনায় ভোট ভাগাভাগি না করার আহ্বান অখিলের

এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী, বিধায়ক আব্দুল খালেক, রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁইয়া, নাজিয়া ইয়াসমিন, রাইজর দলের জেলা সভাপতি কমরুল ইসলাম, ফরিদ উদ্দিন, মজমুল ইসলাম, হাজি গুলে আহমেদ প্রমুখ।

Author

Spread the News