চাঁদখিরায় ব্যক্তিত্ব বিকাশ শিবির অ‌খিল ভারতীয় বিদ‌্যার্থী প‌রিষ‌দের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৮ মে : শনিবার পাথারকান্দির চাঁদখিরার স্বামী বিবেকানন্দ কলেজে অ‌খিল ভারতীয় বিদ‌্যার্থী প‌রিষ‌দের চাঁদখিরা শাখার উদ্যোগে ব্যক্তিত্ব বিকাশ শিবির অনু‌ষ্ঠিত হয়। একদিবশীয় এই শিবিরে কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এ‌তে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের এমপ্লয়মেন্ট অফিসার সমুজ্জ্বল দাস।‌ তি‌নি বক্ত‌ব্যে পড়ুয়া‌দের স্নাতক শেষ হওয়ার পর সঠিক কর্মজীবন বেছে নেওয়ার বিভিন্ন রাস্তা দেখিয়ে দেন তৎসঙ্গে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের প্রতি ম‌নো‌নি‌বেশ করার আহ্বান জানান। যাতে পড়ুয়ারা বেসরকারি কিংবা সরকারি চাকরি অতিসত্তর যুক্ত হতে পারে।

এছাড়া সভায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা কার্যবাহ মনোজ দাস বক্তব্যে চরিত্র গঠনের মাধ্যমে দেশপ্রেম এবং ভাষা সংস্কৃতির উপর গুরুত্ব তুলে ধরেন। তারপর  লোয়াইরপোয়া শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক নবজ্যোতি কলিতা এপিএসসি এবং ইউপিএসসি পরীক্ষার জন্যে শুরু থেকে কিভাবে প্রস্তুতি নিতে হয় তার উপর বিষয়ে আলোচনা করেন।

চাঁদখিরায় ব্যক্তিত্ব বিকাশ শিবির অ‌খিল ভারতীয় বিদ‌্যার্থী প‌রিষ‌দের

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রধান অধ্যক্ষের সহ সুভাষ সিনহা, অধ্যাপক বিজয় লোহার, চিন্ময় চক্রবর্তী প্রমুখ।  শিবির সুচারু ভাবে পরিচালনায় করেন সংগঠনের পক্ষে সুরজ কুমার কানু, প্রদীপ দেবনাথ, প্রীতি রী, খুশি দাস, অনামিকা দাস, স্বরূপা চন্দ, সুস্মিতা গোয়ালা প্রমুখ। সভার শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যেমে শিবিরের শুভারম্ভ হয়।পরেশে‌ষে বন্দে মাতরম সঙ্গীত প‌রি‌বেশ‌নের ম‌ধ্যে দি‌য়ে এ‌দি‌নের অনুষ্ঠা‌নের সমা‌প্তি ঘোষণা করা হয়।

Author

Spread the News