সবরমতির জলে ভেসে গেল ভারতবাসীর স্বপ্ন, দেখিয়ে দিল অজিরা

১৯ নভেম্বর : ১৪০ কোটির স্বপ্নভঙ্গ। সবরমতির জলে ভেসে গেল ভারতবাসীর স্বপ্ন। ঘরের মাঠে বিশ্বকাপ হাতছাড়া ভারতের।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র চার রান করে আউট হন শুভমান গিল। এরপর রোহিত শর্মা ও বিরাট কোহলি ম্যাচ ধরে নেন। তাঁরা দলকে ভালোই টানছিলেন। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের বলে ট্রাভিস হেডের হাতে ক্যাচ দিয়ে রোহিত (৪৭) ফিরতেই ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের ভিত নড়ে যায়। এরপরই শ্রেয়স আইয়ার (৪)-এর উইকেট হারায় ভারত।

বিরাট (৫৪), কেএল রাহুল (৬৬) বাদে অন্য ব্যাটাররা তেমন রান পাননি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৪০ রান তোলে ভারত। অজি বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ৩টি, হ্যাজেলউড ও প্যাট কামিন্স ২টি করে উইকেট নেন।

২৪১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মাত্র চার উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় অস্ট্রেলিয়া। শতরান করেন ট্রাভিস হেড (১৩৭)। অর্ধশতরান করেন মার্নাশ লাবুশেন। ট্রাভিস হেড একেবারে শেষ মুহূর্তে আউট হলেও লাবুশেন (৫৮) অপরাজিত থাকেন। ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ ২টি, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ ১টি করে উইকেট পেয়েছেন।

কেন তাঁরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন (এবারেরটা বাদ দিয়ে) আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অজিরা। সবদিক থেকে এগিয়ে ছিলেন রোহিত শর্মারা। দশে দশ। ঘরের মাঠে বিশ্বকাপ। মঞ্চ সাজানোই ছিল। সকলে ধরেই নিয়েছিল ভারত বিশ্বকাপ জিতবে। কিন্তু মোদির রাজ্যে চূড়ান্ত হতাশ করল টিম ইন্ডিয়া। ফাইনালের চাপ নিতে ব্যর্থ। অন্যদিকে বড় মঞ্চে স্নায়ু ধরে রেখে বাজিমাত অজিদের। কীভাবে ম্যাচ বের করতে হয় আরও একবার দেখিয়ে দিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর আরও একবার জ্বলে উঠলেন ট্রাভিস হেড। একাই শেষ করে দিলেন ভারতকে। বলা যায়, হেডের কাছেই হারল টিম ইন্ডিয়া। অনবদ্য শতরান। ১২০ বলে ১৩৭ রানে আউট হন অজি ওপেনার। জয়সূচক শট নিতে পারলেন না, দলের ২ রান বাকি থাকাকালীন আউট হন। ম্যাচ জেতানো ইনিংসে রয়েছে ৪টি ছয়, ১৫টি চার।

Author

Spread the News