বিমান কেবিন ক্রু গ্রেফতার, অন্তর্বাসে সোনা
১৮ ডিসেম্বর : বিমানের এক যাত্রীকে সোনা পাচারের কাজে সহযোগিতা করবার অভিযোগে গ্রেফতার করা হল এয়ার ইন্ডিয়ার এক কেবিন ক্রু মেম্বারকে। সূত্রের খবর, রবিবার চেন্নাই বিমানবন্দরে ১.৭ কেজি ২৪ ক্যারেট সোনা সহ ওই যাত্রী এবং ক্রু মেম্বার দুজনকেই আটক করা হয়। সেই সময় তাঁরা এয়ার ইন্ডিয়ার বিমানে দুবাই থেকে চেন্নাই বিমানবন্দরে অবতরণ করেছিলেন মাত্র।
জিজ্ঞাসাবাদের সময় ওই যাত্রীটি জানায় যে, বিমানের ভেতর ওই কেবিন ক্রুকে তিনি এই সোনা লুকিয়ে রাখার জন্য দিয়েছিলেন। তদন্তকারী আধিকারিকেরা জানিয়েছেন, তল্লাশির সময় ওই কেবিন ক্রুয়ের অন্তর্বাস থেকেই উদ্ধার হয় সোনা। দুজনকেই আপাতত বিচার বিভাগীয় হেপাজতে পাঠানো হয়েছে। তবে এই ব্যাপারে এয়ার ইন্ডিয়ার তরফে কোনও মন্তব্য করা হয়নি।