ঝাড়খণ্ডে তিন দিবসীয় সর্বভারতীয় যুব শিবির এআইডিওয়াইও’র

২৭ সেপ্টেম্বর : যুব সংগঠন এআইডিওয়াইও’র সর্বভারতীয় কমিটির উদ্যোগে তিন দিবসীয় সর্বভারতীয় যুব শিবির সূচনা হল ঝাড়খণ্ডের ঘাটশিলায়। অসম সহ দেশের ১৮ টি প্রদেশের প্রতিনিধিরা যুব শিবিরে অংশ গ্রহণ করে। শিবির শুরুর প্রারম্ভে ঘাটশিলার মার্ক্সবাদ-লেনিনবাদ ও শিবদাস ঘোষ স্টাডি সেন্টারে এযুগের অন্যতম মহান মার্ক্সবাদী দার্শনিক শিবদাস ঘোষের পূর্ণাবয়ব মূর্তিতে সংগঠনের সর্বভারতীয় কমিটির সভাপতি নিরঞ্জন নস্কর ও সম্পাদক অমরজিৎ কুমার প্রথমে মাল্যদান করেন, তারপর দেশের বিভিন্ন রাজ্যের নেতৃবৃন্দ একে একে মাল্যদান করেন।

এই ক্যাম্প আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে অমরজিৎ কুমার বলেন দেশের যুব সমাজকে সংগঠিত করে সমস্ত ধরনের অন্যায়, অত্যাচার, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে শক্তিশালী যুব আন্দোলন গড়ে তুলতে যে বৌদ্ধিক জ্ঞান ও চরিত্রের প্রয়োজন হয় তা এ ধরনের ক্যাম্প আয়োজনের মধ্য দিয়ে অর্জন করা সহজ হয়। সংগঠনের পশ্চিম বাংলার রাজ্য কমিটির সম্পাদক মলয় পাল কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকে ধর্ষণ ও হত্যার ঘটনার বিরুদ্ধে যে আন্দোলন চলছে তা বিস্তারিত ভাবে তুলে ধরেন। পরবর্তীতে নিহত মহিলা চিকিৎসকের স্মৃতির উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

ঝাড়খণ্ডে তিন দিবসীয় সর্বভারতীয় যুব শিবির এআইডিওয়াইও'র

শিবিরের প্রথম দিন শিবদাস ঘোষের ‘যুব সমাজের প্রতি’ বইয়ের উপর আলোচনা করা হয়। সংগঠনের প্রাক্তন সভাপতি রমনজাপ্পা আন্দুলী এই আলোচনায় অংশ নিয়ে বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে স্বাধীনতা সংগ্রামীদের অপূরিত স্বপ্ন পূরণ ও শোষণহীন সমাজ গঠনে শিবদাস ঘোষের চিন্তা ধারার চর্চা খুবই প্রাসঙ্গিক। ক্যাম্পে ফুটবল, ভলিবল সহ বিভিন্ন ধরনের খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

ঝাড়খণ্ডে তিন দিবসীয় সর্বভারতীয় যুব শিবির এআইডিওয়াইও'র
ঝাড়খণ্ডে তিন দিবসীয় সর্বভারতীয় যুব শিবির এআইডিওয়াইও'র

Author

Spread the News