এআইডিওয়াইও’র ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাজ্যজুড়ে

বরাক তরঙ্গ, ২৭ জুন : বিপ্লবী যুব সংগঠন এআইডিওয়াইও’র সংগ্রামের গৌরবময় ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী সমগ্র দেশের সঙ্গে অসমের বিভিন্ন জেলাতেও পালন করা হয়। গুয়াহাটির উলুবাড়িস্থিত অসম রাজ্য কমিটির কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য অফিস সম্পাদক বিজিৎ কুমার সিনহা। তারপর এযুগের অন্যতম শ্রেষ্ঠ মার্কসবাদী দার্শনিক এবং শোষিত মানুষের পথপ্রদর্শক শিবদাস ঘোষের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করেন আসাম রাজ্য অফিস সম্পাদক বিজিৎ কুমার সিনহা, পদ্মাকর রাজখোয়া, রতন বর্মন, প্রেমচান্দ সিংহ, অরুনকুমার ব্যানার্জি, হাসেম আলি প্রমুখ।

এই ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে একটি লোগোও উন্মোচন করা হয়। রাজ্য কার্যালয়ে এই লোগো উন্মোচন করেন রাজ্য কমিটির অফিস সম্পাদক তথা সর্বভারতীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বিজিৎ কুমার সিনহা। এই লোগো উন্মোচন এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন যে বর্তমান আর্থসামাজিক- রাজনৈতিক প্রেক্ষাপটে যুবকদের উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে এবং সাম্প্রদায়িকতার উর্ধ্বে উঠে বেকার সমস্যার সমাধানের দাবি সহ অশ্লীলতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে দূর্বার যুব আন্দোলন গড়ে তোলার ছাড়া যুবকদের বিকল্প কোনো কিছু নেই। তাই তিনি যুবকদের বিপ্লবী যুব সংগঠন এ আই ডি ওয়াই ও কে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান।

এআইডিওয়াইও’র ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাজ্যজুড়ে

রাজ্যের দক্ষিণ শালমারা মানকাচর, ধুবড়ি, গোয়ালপাড়া, দরং, লখিমপুর, কাছাড় সহ বিভিন্ন জেলায় পতাকা উত্তোলন, শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা, এবং সংগ্রামের গৌরবময় ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর তাৎপর্য নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

এআইডিওয়াইও’র ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাজ্যজুড়ে
Spread the News
error: Content is protected !!