নিম্ন প্রাথমিক শিক্ষক সংস্থার দাবিকে সমর্থন এআইডিওয়াইও-র

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : সারা অসম প্রাদেশিকৃত মধ্য ইংরেজি এবং নিম্ন প্রাথমিক শিক্ষক সংস্থার দাবিকে পূর্ণ সমর্থন জানাল যুব সংগঠন এআইডিওয়াইও আসাম রাজ্য কমিটি৷ সেইসঙ্গে মধ্য এবং নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ৯৭৯৫ জন শিক্ষকদের সংগ্রামী অভিনন্দন জানায়৷ যুব সংগঠন মনে করে যে যাঁরা শিক্ষা দান করেন তাঁরাই শিক্ষক এবং তাঁদের শিক্ষকের মর্যাদা প্রদান করতে সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে ৷ তাদের দাবিগুলো বিনাশর্তে মেনে নিতে হবে৷ শাসকরা জনগণের মধ্যে যেভাবে জাত- ধর্ম- ভাষা-বর্ণের নামে বিভেদ সৃষ্টি করে ঠিক সেভাবেই শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে নানা ক্যাটেগরি সৃষ্টি করে প্রতিবাদ আন্দোলনকে দূর্বল করার চক্রান্ত করছে। সংগঠন এ’ধরনের বৈষম্য এবং বিভেদের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে ৷

যুব সংগঠন সর্বক্ষেত্রে ঠিকা এবং অস্থায়ী শ্রমিক কর্মচারীর পরিবর্তে স্থায়ী চাকরি প্রদান, স্থায়ী কর্মচারীদের সকল সুযোগ সুবিধা প্রদান, স্কুল কলেজের সমস্ত শূণ্যপদে স্থায়ী শিক্ষক নিয়োগের দাবি জানায়৷ সংগঠনের পক্ষ থেকে স্কুল একত্রিকরণের নামে ১১হাজারের অধিক স্কুল বন্ধের প্রস্তাব বাতিল করার জোরালো দাবি উত্থাপন করা হয়৷ পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের সব বিভাগের শূণ্যপদে অবিলম্বে বেকারদের নিয়োগের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানায়৷ কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান সহ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানায়৷

Author

Spread the News