সুযোগ না পাওয়া ছাত্রছাত্রীদের ভর্তির জোরালো দাবি এআইডিএসও’র

বরাক তরঙ্গ, ৭ জুলাই : বিভিন্ন কলেজে সিইউইটি পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত ২০ শতাংশ আসনে স্নাতকস্তরে ভর্তির সুযোগ না পাওয়া ছাত্রছাত্রীদের ভর্তির জোরালো দাবি জানায় এআইডিএসও’র কাছাড় জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয় যে প্রতিটি কলেজে প্রতিটি বিষয়ের ২০ শতাংশ আসন সিইউইটি পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত রাখার ফলে বিশাল সংখ্যক ছাত্রছাত্রী এখনও ভর্তি হতে পারেনি।

সিইউইটি পরীক্ষার রেজাল্ট জুন মাসের ৩০ তারিখ প্রকাশিত হবে বলে জানা গেলেও এখনও তা প্রকাশ হয়নি। ছাত্রছাত্রীদের ভবিষ্যত বিপন্নকারী সংস্থা এনটিএ এর উপর এমনিতেই কোন ভরসা নেই। তারা কখন সিইউইটি পরীক্ষার রেজাল্ট ঘোষণা করবে তা এখনও জানায়নি। ফলে কলেজগুলোর আসন সংরক্ষিত রেখে ছাত্রছাত্রীদের ভবিষ্যত বিপন্ন করা উচিত নয়। সিইউইটি পরীক্ষা যারা দিয়েছে তাদের মধ্যে কলেজে ভর্তির সুযোগ পাওয়া ছাত্রছাত্রীরা রয়েছে। তাই সিইউইটি পরীক্ষার রেজাল্ট বেরোবার পর যারা পাস করবে তাদের কাছ থেকে কলেজে কর্তৃপক্ষ মার্কসিট সংগ্রহ করে দেখিয়ে দিতে পারবে। কিন্তু সময়মতো ছাত্রছাত্রীরা কলেজে ভর্তির সুযোগ না পেলে তাদের পড়াশোনা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ বর্তমান সেমিস্টার প্রথায় এমনিতেই ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য বেশি সময় থাকে না। তাই এআইডিএসও’র পক্ষ থেকে অসম সরকারের শিক্ষা বিভাগ এবং আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ভর্তির সুযোগ না পাওয়া সব ছাত্রছাত্রীকে ভর্তির সুযোগ প্রদানের ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়। অন্যথায় সংগঠনের পক্ষ থেকে পুনরায় আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয়।

Author

Spread the News