সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে স্মারকপত্র প্রদান এআইডিএসও’র

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ মার্চ : বুধবার এআইডিএসও’র শ্রীভূমির জেলা কমিটির পক্ষ থেকে শ্রীভূমি জেলা আয়ুক্ত মারফত দেশের শিক্ষামন্ত্রীর উদ্দেশে সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে শিক্ষার কেন্দ্রীয়করণ ঘটানোর উদ্দেশ্যে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণের জন্য সিইউইটি পরীক্ষা যে বাধ্যতামূলক করা হয়েছে তা ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষা লাভের দ্বার অবরুদ্ধ করবে। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে জাতীয় স্তরে এই পরীক্ষা আয়োজনের দায়িত্ব দিয়েছে।

গত বছর আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়েছিল এবং এই পরীক্ষার বাংলা বিষয়ে ছাড়া বাকি বিষয়ের সেন্টার শুধুমাত্র বরাক উপত্যকার মধ্যে কাছাড় জেলাতেই রাখা হয়। অতি আশ্চর্যজনক ভাবে বাংলা বিষয়ের পরীক্ষা কেন্দ্র বরাক উপত্যকার বাইরে গুয়াহাটি, তেজপুর, কোকরাঝাড়, ডিব্রুগড় সহ শিলং, আইজল, আগরতলা ইত্যাদি স্থানে স্থাপন করা হয়। এতে শ্রীভূমি জেলার বহু জেলার ছাত্র ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে নি। এছাড়াও পরীক্ষার জন্য যে ফিজ গতবছর এনটিএ ছাত্রছাত্রীদের কাছ থেকে সংগ্রহ করে তাও সবার পক্ষে দেওয়া সম্ভবপর হয়নি। এসব থেকে বোঝা যায় যে এই পরীক্ষা আয়োজনের অর্থই হচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষাঙ্গন থেকে তাড়িয়ে দেওয়া।

সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে স্মারকপত্র প্রদান এআইডিএসও'র

সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে জাতীয় শিক্ষা নীতি, ২০২০ শিক্ষার বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের যে লক্ষ্য নিয়ে করা হয়েছে এর অন্যতম পদক্ষেপ হিসেবেই এই পরীক্ষা আয়োজন করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে সিইউইটি পরীক্ষা পুরোপুরি বাতিলের দাবি জানানো হয়। স্মারকপত্র প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের সহ সভাপতি হিল্লোল ভট্টাচার্য, জেলা সম্পাদক সঞ্চিতা শুক্ল এবং জেলা কমিটির অন্যতম সদস্য জয়দীপ দাস সহ অন্যান্যরা।

Author

Spread the News