রাজ্যজুড়ে শহিদ বিরসা মুণ্ডা’র মৃত্যু বাৰ্ষিকী পালন এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ৯ জুন : ব্রিটিশ সাম্ৰাজ্যবাদ বিরোধী আদিবাসী কৃষক বিদ্ৰোহ উলগুলান’র অবিসংবাদীত নেতা, নিপীড়িত মানুষের সংগ্রামের প্ৰেরণা শহিদ বিরসা মুণ্ডা’র ১২৫তম মৃত্যু বাৰ্ষিকী ছাত্ৰ সংগঠন এআইডিএসও’র অসম রাজ্য কাউন্সিলের আহ্বানে সমগ্ৰ রাজ্যে শহিদ দিবস পালন করা হয়। রাজ্যের তেজপুর, লখিমপুর, যোরহাট, গুয়াহাটি, গোয়ালপাড়া, কাছার, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলায় বিভিন্ন কাৰ্য্যসূচীর মাধ্যমে গভীর শ্ৰদ্ধার সহিত বিরসা মুণ্ডার শহিদ দিবস পালন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে বৃটিশ সাম্ৰাজ্যবাদের অন্যায় শোষণ শাসন, সমাজে প্ৰচলিত মদ, অন্ধবিশ্বাস, কুসংস্কারের বিরুদ্ধে যেভাবে বিরসা মুণ্ডা জনসাধারণকে একত্ৰিত করে যে আপোসহীন সংগ্ৰাম পরিচালনা করেছেন তা আমাদের সামনে দৃষ্টান্ত হয়ে থাকবে। শহিদ বিরসা মুণ্ডার এই সংগ্রাম থেকে শিক্ষা গ্ৰহণ করে ছাত্ৰ সমাজের মধ্যে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে  হবে। বিরসা মুণ্ডার মতো হাজার হাজার বিপ্লবী শহিদদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন হলেও সেইসব শহীদরা যে  স্বপ্ন দেখেছিলেন তার আজ স্বাধীনতার ৭৭ বছরে পুরণ হলো না। সেই অপুরিত স্বপ্ন পুরণ করতে হলে এই মহান মানুষদের চিন্তা, আদৰ্শে উদ্বুদ্ধ হয়ে বৰ্তমান সময়ের  শোষণ, অন্যায়, দুর্নীতি, মদ-ড্ৰাগসের অবাধ প্ৰচলন, অশ্লীল প্ৰচার ইত্যাদির বিরুদ্ধে তীব্ৰ গণতান্ত্ৰিক ছাত্ৰ আন্দোলন গড়ে তুলতে হবে। তার মধ্যে দিয়েই এই মহান ব্যক্তির প্রতি সত্যিকারের  শ্ৰদ্ধা জ্ঞাপন করা হবে। কাছাড় জেলার শিলচরে শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এবং ধোয়ারবন্দে বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। 

রাজ্যজুড়ে শহিদ বিরসা মুণ্ডা'র মৃত্যু বাৰ্ষিকী পালন এআইডিএসও-র
Spread the News
error: Content is protected !!