ফি বৃদ্ধি : ছাত্রছাত্রীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এআইডিএসও’র
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : শিলচর এনআইটি এর গবেষকদের ‘থিসিস ইভালুস্যুন ফি’ ১৫০০০ টাকা এবং গুয়াহাটি আইআইটিতে পাঠরত ‘বি’-টেক, ‘এম’-টেক এবং গবেষকদের সেমিস্টার প্রতি সর্বোচ্চ ৮৯০০ টাকা ফি বৃদ্ধির একতরফা সিদ্ধান্ত বিরুদ্ধে আন্দোলনকারী সংগ্রামী ছাত্রছাত্রীদের প্রতি সংহতি প্রকাশ করে এআইডিএসও’র অসম রাজ্য কাউন্সিলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয় যে দুটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের আন্দোলন সম্পূর্ণ ন্যায় সঙ্গত। সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে আইআইটি, গুয়াহাটি কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ‘ওয়েলফেয়ার’ ও ‘কো-কারিকোলার অ্যাক্টিভিটি’ তহবিল সংগ্রহের অজুহাতে অহেতুক একতরফাভাবে অতিরিক্ত ফি বৃদ্ধি করেছে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কর্তৃপক্ষের সাথে আলোচনার দাবি জোরালো ভাবে উত্থাপন করলে গত ১৭ জুলাই একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্র ছাত্রীদের কাছ থেকে তাদের দাবি সম্মলিত স্মারকলিপি গ্রহণের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে কর্তৃপক্ষ পাশ কাটিয়ে গিয়ে গত ২২ জুলাই থেকে বর্দ্ধিত ফি প্রদানের জন্য ছাত্র ছাত্রীদের উপর চাপ সৃষ্টি করতে শুরু করে। এই ঘটনার তীব্র বিরোধীরা করে পুনরায় ছাত্র ছাত্রীরা আন্দোলন শুরু করে। অনুরূপভাবে এনআইটি, শিলচরেও গবেষকদের সাথে কোনো ধরনের আলোচনা না করে ‘থিসিস ইভালুস্যুন ফি’ ১৫০০০ টাকা করে দিয়েছে। এমনিতেই শিলচর এনআইটিতে গবেষকদের রেজিস্ট্রেশন ফি সহ অন্যান্য ফি অনেক বেশি এর উপর এই ফি বৃদ্ধি ছাত্র ছাত্রীদের গবেষণা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে। ছাত্রছাত্রীদের ন্যায় সঙ্গত ছাত্র আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে এআইডিএসও’র পক্ষ থেকে রাজ্যের ছাত্র ছাত্রী সহ শিক্ষা প্রেমী জনসাধারণকে আন্দোলনের পাশে দাঁড়াতে আহ্বান জানানো হয়।