ভর্তিতে সিইউইটি ফলাফল বিবেচনা না করার দাবি এআইডিএসও-র
বরাক তরঙ্গ, ২১ মে : স্নাতকস্তরে ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে সিইউইটি পরীক্ষার ফলাফলকে বিবেচনায় না আনার দাবিতে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকপত্র প্রদান এআইডিএসও’র কাছাড় জেলা কমিটি। মঙ্গলবার জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল আসাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছে উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্রটি প্রদান করে। তাঁরা স্মারকপত্রে দাবি জানায় আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে স্নাতকস্তরে ভর্তির জন্য বরাক উপত্যকার ছাত্র ছাত্রীদের সিইউইটি পরীক্ষার ফলাফল কোনোভাবেই বিবেচনা যেন না করা হয়।
কারণ দেখিয়ে বলে বহু ছাত্রছাত্রী এই পরীক্ষা সম্পর্কে অবহিত না থাকায় পরীক্ষার ফর্ম পূরণ করতে পারেনি। তাছাড়া যারা পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে তারাও যানজটের দরুন বা আর্থিক অসুবিধায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেনি। এছাড়া যাদের বরাক উপত্যকার বাইরে পরীক্ষা দেওয়ার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি বাধ্য করেছে তাদের অনেকেই যেতে পারছে না। ফলে বরাক উপত্যকার বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদের ভবিষ্যত বিপন্ন হতে চলেছে। এতে সিইউইটি পরীক্ষার ফলাফল ছাড়া বিগত বছরগুলোতে যেভাবে ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে সেভাবে ভর্তির সুযোগ দিতে হবে।
স্বাগত ভট্টচার্য জানান, আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এআইডিএসও’র প্রতিনিধিদের বক্তব্য শুনে দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।