কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনরায় নিয়োগের বিজ্ঞাপন, নিন্দা এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ২১ জুলাই : মরিগাঁও জেলার লাহরিঘাটের সরকারি আদৰ্শ ডিগ্ৰি কলেজের শূণ্য পদ পূরণে রাজ্যের উচ্চ শিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনরায় নিয়োগের বিজ্ঞাপন প্ৰকাশিত  হওয়ায় এআইডিএসও’র অসম রাজ্য কাউন্সিল তীব্ৰ নিন্দা ও ধিক্কার জানিয়েছে।

সংগঠনের রাজ্য কাউন্সিলের পক্ষ থেকে এক প্ৰেস বার্তায় বলা হয় রাজ্যে যখন শিক্ষিত বেকারের সংখ্যা ৩৫ লাখেরও বেশি ঠিক তখনই এধরনের বিজ্ঞাপন শিক্ষিত যুবক যুবতীদের মনকে হতাশাগ্ৰস্ত করে তুলে। অবসরপ্ৰাপ্ত শিক্ষকদের পুনরায় নিয়াগ প্ৰদানের অৰ্থ হচ্ছে কলেজের শৈক্ষিক পরিবেশকে দুর্বল করা কারণ বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই পঠন পাঠনের জন্য একটি উপযুক্ত বয়সের সীমা নিৰ্ধারণ করা হয়েছে যাতে ছাত্ৰ ছাত্ৰীরা উন্নত মানের শিক্ষা লাভ করতে পারে। যারা বৰ্তমানে কলেজের শিক্ষক হওয়ার জন্য প্ৰয়োজনীয় যোগ্যতা অৰ্জন করেছেন তাদের সময়মতো নিয়োগ না করলে ভবিষ্যতে উন্নত মানের শিক্ষা প্রদান ও শৈক্ষিক পরিবেশ গড়ে উঠার পথ রুদ্ধ হবে। এর ফলে সরকারি স্কুলগুলোর মতো সরকারি কলেজগুলোও বন্ধ করে দেয়া হবে। সংগঠনের পক্ষ থেকে এই ধরনের নিয়ম বহিৰ্ভূত ক্ৰটিপূৰ্ণ বিজ্ঞাপন অবিলম্বে প্ৰত্যাহার করে যোগ্যতা সম্পন্ন শিক্ষিত যুবক যুবতীদের স্থায়ীভাবে নিয়োগ করার জোরালো দাবী উত্থাপন করা হয়। পাশাপাশি এধরনের অযৌক্তিক কাজের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়।

Spread the News
error: Content is protected !!