হাইলাকান্দিতে এইডস প্রতিরোধে সচেতনা সভা ও র‍্যালি

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : এইডস রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে হাইলাকান্দি জেলায় বুধবার এক প্রচার অভিযানের উদ্বোধন করা হয়েছে। হাইলাকান্দির এসএস কলেজের প্রেক্ষাগৃহে প্রচার অভিযানের উদ্বোধন উপলক্ষে বুধবার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাষণ দিয়ে জেলা কমিশনার অভিষেক জৈন ভয়াবহ এইডস রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে সবাইকে এইডস রোগ প্রতিরোধে এক একজন অ্যাম্বেসেডর হিসেবে কাজ করার আবেদন জানান। সভায় বক্তব্যে ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রোল অফিসার আব্দুল ওদুদ বড়ভূইয়া জানান, জেলায় যতজন এইডস রোগী রয়েছেন তাদের অর্ধেকেরই বেশি সর্বনাশা মাদকের আসক্ত। তাই নতুন প্রজন্মকে মারাত্মক নেশাকারক মাদক আসক্তি থেকে দূরে থাকতে তিনি আবেদন জানান।

হাইলাকান্দিতে এইডস প্রতিরোধে সচেতনা সভা ও র‍্যালি

সভায় নেশার  কুফল নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ডাঃ দেবব্রত দত্ত, ডাঃ শুভ গৌরব, অনুপ কুমার দত্ত এবং মনোজিৎ দাস। সভায় জানানো হয় যে এইডস রোগীদের চিকিৎসার জন্য  এসকে রায় সিভিল হসপিটালে ওপিয়াম সাবস্টিটিউশন থেরাপি নামক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। সভায় নেশা মুক্তি সম্পর্কে সমবেত শপথ গ্রহণ করা হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন ভারপ্রাপ্ত স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক অধিকর্তা ডাঃ কেটিএস রংমাই জানান ৬০ দিনের এই প্রচার অভিযানটি জেলা জুড়ে চলবে এবং আগামী ১২ অক্টোবর তা শেষ হবে। সচেতনতা সভার পরে একটি শোভাযাত্রা এসএস কলেজ থেকে বের হয়ে হাইলাকান্দি শহর পরিক্রমা করে।

Spread the News
error: Content is protected !!