ভর্তি সমস্যা সমাধানের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ এআইডিএসও

বরাক তরঙ্গ, ২৮ জুন : জিসি কলেজ সহ বিভিন্ন কলেজে স্নাতকস্তরে ছাত্র ছাত্রীরা ভর্তির ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা সমাধানের দাবিতে আজ জেলাশাসকের কাছে স্মারকপত্র প্রদান করে এআইডিএসও এর কাছাড় জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে স্মারকপত্র প্রদান করে দাবি জানানো হয় যে হায়ার সেকেন্ডারি পাস সকল ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ প্রদান করতে হবে, ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ প্রদানে প্রয়োজনে আসন ও সিফটের সংখ্যা বৃদ্ধি করতে হবে, ছাত্রছাত্রীদের যদি কলেজগুলোতে আসন ও সিফট বৃদ্ধি করেও সমস্যার সমাধান না হয় তা হলে প্রশাসনের উদ্যোগে একটি নতুন সরকারি কলেজ স্থাপন করতে হবে।

স্মারকপত্র প্রদানের পর সংগঠনের অসম রাজ্য কমিটির অন্যতম সদস্য পল্লব ভট্টাচার্য বলেন, জিসি কলেজ সহ বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ না পেয়ে আন্দোলন গড়ে তুলেছে। অনেক ছাত্রছাত্রীরা অভিযোগ করছেন যে বেশি নম্বর পেয়েও অনেকে যেখানে ভর্তির সুযোগ পায়নি সেখানে কম নম্বর প্রাপকরা একই কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। ছাত্র ছাত্রীদের অভিযোগ তদন্ত করতে সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে জেলা আয়ুক্তের নিকট স্মারকপত্র প্রদান করা হয়। কিন্তু বর্তমানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানই সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে। তাই প্রশাসন যদি এ ব্যাপারে সদর্থক ভূমিকা পালন না করে তা হলে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে যে আন্দোলন শুরু হয়েছে তা শক্তিশালী করে দাবি আদায়ে সংগঠন সচেষ্ট হবে।

Author

Spread the News