বিজেপি সরকারের কড়া সমালোচনা এআইসিসি সম্পাদক বিকাশ উপাধ্যায়ের
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : বরাক উপত্যকা সফরে এসে অসমের বিজেপি সরকারের কড়া সমালোচনা করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সম্পাদক ও বরাক উপত্যকা ইনচার্জ বিকাশ উপাধ্যায়। বুধবার সফরের শেষ দিনে শিলচর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বরাকের তিন জেলায় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যেই এই সফর।
উপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি ভয় পাচ্ছে বলেই কাছাড়ে কর্পোরেশন নির্বাচন করাচ্ছে না। এছাড়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বিচারিতার উদাহরণ তুলে তিনি বলেন, সরকারি ছুটি ঘোষণা করে ‘কাশ্মীর ফাইলস’ দেখানো হলেও প্রিয় প্রয়াত জুবিন গর্গের চলচ্চিত্র ‘রৈ রৈ বিনালে’ দেখেননি, যা বিজেপির দুই মুখী রাজনীতির প্রমাণ। সফর শেষে বিকাশ উপাধ্যায় জেলা নেতৃত্বকে কংগ্রেসকে জনসংযোগের মাধ্যমে আরও সক্রিয়ভাবে জনতার পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

