প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে আমন্ত্রিত শ্রীভূমির আহমদ আলি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : সমাজসেবী আহমদ আলি এবছর ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে দিল্লিতে আমন্ত্রণ পেয়েছেন। “মন কি বাত” অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে তিনি একজন। আহমদ আলি, যিনি নিজে একজন সাধারণ রিকশা চালক, তাঁর অসাধারণ প্রচেষ্টায় করিমগঞ্জ জেলার ৯টি স্কুল প্রতিষ্ঠা করেছেন। সমাজের অবহেলিত ও দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার এই উদ্যোগ তাকে সারা দেশের দৃষ্টিতে তুলে ধরেছে।

দিল্লির কাত্যব পথ (Kartavya Path)-এ ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে তিনি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রসার ভারতী থেকে পাঠানো আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে যে তার থাকার এবং যাতায়াতের সমস্ত ব্যবস্থা সরকারিভাবে করা হবে। একই সঙ্গে তাকে কয়েকটি বিশেষ জায়গাও ঘুরে দেখানো হবে। ২৫ জানুয়ারি শনিবার শিলচর কুম্ভিরগ্রাম বিমানবন্দর থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দেবেন। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মঞ্চে তাঁর অসাধারণ অবদানের জন্য তাকে সম্মান জানানো হবে।

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে আমন্ত্রিত শ্রীভূমির আহমদ আলি

আহমদ আলি বলেন, “এই আমন্ত্রণ শুধু আমার জন্য নয়, বরং এটি শ্রীভূমি জেলার সমস্ত মানুষের জন্য গর্বের বিষয়। আমি চাই আমার উদ্যোগ আরও মানুষকে অনুপ্রাণিত করুক।”

প্রসঙ্গগত হাজি আহমদ আলি যিনি ২৭ বছর রিকশা চালিয়ে গড়ে তুলেছেন একে একে মোট নয়টি স্কুল। তার উদ্যোগের স্বীকৃতি দিতে, এবারের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মঞ্চে দিল্লিতে আমন্ত্রণ  জানিয়েছে তাকে প্রসার ভারতী।

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে আমন্ত্রিত শ্রীভূমির আহমদ আলি

২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ‘মন কি বাত’ অনুষ্ঠানে আহমদ আলির কথা উল্লেখ করে বলেন, ‘এমন মানুষই সমাজের আসল হিরো। ৮৮ বছর বয়সী এই  আহমদ আলির জীবন দেখিয়ে দিয়েছে  ইচ্ছাশক্তি আর ত্যাগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তার গল্প শুধু শ্রীভূমি জেলার পাথারকান্দির নয়, সারা দেশের গর্ব।

এ দিকে, কাছাড় জেলা থেকে আমন্ত্রণ পেয়েছেন পদ্মশ্রী ডাঃ রবি কান্নানও।

Author

Spread the News