নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমিতির
বরাক তরঙ্গ, ২৮ মে : কাজি নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন সমিতির উদ্যোগে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার গান্ধী ভবনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি শিহাবউদ্দিন আহমদের পৌরহিত্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলকাতার নজরুল সাংস্কৃতিক পরিষদের অন্যতম সদস্য মহি উদ্দিন মান্নান।

এছাড়াও বক্তব্য রাখেন হাইলাকান্দির এসএস কলেজের বাংলা বিভাগের প্রধান কবি, গল্পকার ও গবেষক ডঃ মমতাজ বেগম বড়ভুঁইয়া এবং বড়খলার রাজা জি সি মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা পাপড়ি ভট্টাচার্য প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে শহরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী যথাক্রমে বিধান লস্কর ও মঞ্জুশ্রী দাস সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও মৌশিকা কয়েস লস্কর, তমালি দাস প্রমুখ সঙ্গীত এবং পারমিতা দত্ত, ড: জয়শ্রী দে ও পারমিতা ঘোষ নৃত্য
পরিবেশন করেন। শিশু শিল্পীরাও নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।
