কৃষি জমিতে বছরে একাধিক ফলন চাষের আহ্বান, হাইলাকান্দিতে শুরু কৃষি সংকল্প অভিযান

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৯ মে : হাইলাকান্দি জেলায়ও বৃহস্পতিবার থেকে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার মনাছাড়ায় অবস্থিত লালা উন্নয়ন খন্ড কার্যালয়ের পার্শ্ববর্তী সদ্ভাবনা মন্ডপে জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে কৃষি বিজ্ঞানী সন্দীপ কুমার কৃষি জমিতে‌ বৈজ্ঞানিক পদ্ধতিতে বছরে তিন চারটি ফলন চাষ করার উপর জোর দেন। কৃষি এবং সহযোগী অন্যান্য বিভাগীয় ক্ষেত্র থেকে এ জন্য পরামর্শ নিতে তিনি কৃষকদের প্রতি আবেদন জানান। জমিতে বিভিন্ন তৈলবীজ  উৎপাদনের জন্য তিনি পরামর্শ দেন।

সভায় কৃষি, মৎস্য উৎপাদন, জীবিকা মিশন, ভেটেনারি ইত্যাদি বিভাগের জেলা পর্যায়ের শীর্ষ আধিকারিকরা ভাষণ দিয়ে নিজে নিজে বিভাগের উপলব্ধ পরিষেবার বিবরণ তুলে ধরেন। জেলা পর্যায়ের আধিকারিকরা তাদের ভাষণে তাদের বিভাগীয় পরিষেবা লাভ করতে সংশ্লিষ্ট ক্ষেত্র পর্যায়ের কর্মচারী সহ জেলা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতেও পরামর্শ দেন। এই  উপলক্ষে কৃষি ও সহযোগী ক্ষেত্রে  বিভিন্ন পরিষেবার বিবরণ তুলে ধরে দুইটি প্রচার গাড়ির যাত্রাও পতাকা নেড়ে সূচনা করা হয়। প্রচার গাড়ি দুটি আগামী ১২ জুন পর্যন্ত জেলার সব কয়টি জিপি কার্যালয়ে অনুরূপ যে সভা অনুষ্ঠিত হবে তাতে যোগ দেবে।

কৃষি জমিতে বছরে একাধিক ফলন চাষের আহ্বান, হাইলাকান্দিতে শুরু কৃষি সংকল্প অভিযান

উল্লেখ্য, কৃষি ও সহযোগী ক্ষেত্রের উন্নয়নে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদেরকে সচেতন  করে তুলতে দেশজুড়ে এই অভিযান শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে।  প্রথম দিনে মনাছড়া জিপি ছাড়াও চাঁদপুর-বোয়ালিপার জিপির সচেতনতা সভাটি উজানকুপা এম ই  স্কুলে অনুষ্ঠিত হয়। শুক্রবার কালিনগর জিপির সভাটি সকাল সাড়ে নটায় কালিনগর এর সারদাচরণ দে কলেজে এবং নারাইনপুর-বক্রিহাওর জিপির সভাটি বেলা দেড়টায় বক্রিহাওর বেডিয়ালেপার এলপি হাইস্কুল অনুষ্ঠিত হবে। শনিবার চাঁদপুর জিপির সভাটি সকাল সাড়ে নয়টায় মরাঙ্গপার নাচঘরে এবং আলগাপুর-মোহনপুর জিপির সভাটি আলগাপুর হাইস্কুলে বেলা দেড়টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুন চিপরসাঙ্গন জিপির সভাটি সকাল সাড়ে নয়টায় চিপরসাঙ্গন হাইস্কুলে এবং সৈয়দবন্দ জিপির সভাটি বেলা দেড়টায় আলগাপুরের এলসি কলেজে অনুষ্ঠিত হবে।

কৃষি জমিতে বছরে একাধিক ফলন চাষের আহ্বান, হাইলাকান্দিতে শুরু কৃষি সংকল্প অভিযান
Spread the News
error: Content is protected !!