জয়ী এনজি ক্লাব চান্দপুর, হ্যাটট্রিক ওবেদের

শামিম বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৯ মে : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি আয়োজিত নাইন-এ সাইড ফুটবল টুর্নামেন্টে সহজেই দ্বিতীয় রাইন্ডে চলে যায় চান্দপুর। বৃহস্পতিবার এনজি ক্লাব চান্দপুর বিশাল ব্যবধানে জয়ী হয়। ৫-০ গোলে এমকে আজাদ ইসলামাবাদকে পরাজিত করে।

খেলার হ্যাটট্রিক গোল করেন ওবেদ মার (৪২,৫৫ ও ৬৪ মিনিটে) ১১ মিনিটে প্রথম গোল করেন জসিয়া মার এবং এলবার্ট মার গোল করেন ৩৮ মিনিটে। খেলায় ম্যাচ সেরা হন চান্দপুরের ওবেদ মার।

এদিন ম্যাচ পরিচালনা করেন প্রধান রেফারি শঙ্কর ভট্টাচার্য, শামিম আহমেদ বড়ভূইয়া ও জাফর বড়ভূইয়া। আগামীকাল রাজঘাট এফসি খেলবে বেরাবাক এফসির বিরুদ্ধে।

জয়ী এনজি ক্লাব চান্দপুর, হ্যাটট্রিক ওবেদের

Author

Spread the News