ফের মহাকুম্ভে অগ্নিকাণ্ড
৭ ফেব্রুয়ারি : একটা না একটা কিছু লেগেই আছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায়। ফের আগুন লাগল মহাকুম্ভের ১৮ নম্বর সেক্টরের শঙ্করাচার্য মার্গের হরিহরানন্দ ক্যাম্পের একটি তাবুতে শুক্রবার সকালে আগুন লেগে যায়। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের সহায়তায় আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গিয়েছে। এই তিন বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত।
খাক চক থানার পুলিশ ইনস্পেক্টর যোগেশ চতুর্বেদী জানিয়েছেন, ”পুরনো জিটি রোডের তুলসী চৌরাহার কাছে একটি তাবুতে আগুনে লেগেছে। দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে।”

