পাঁচ বছর পর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশ দ্বার খুলল
১৩ জুন : ওড়িশার নয়া বিজেপি সরকারের সিদ্ধান্ত মতে পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশ দ্বার খুলে দেওয়া হল। বৃহস্পতিবার সকাল থেকেই কার্যকর হয়ে গিয়েছে সেই সিদ্ধান্ত। যার সুবিধা পাচ্ছেন মন্দিরের দর্শনার্থীরা।
২৪ বছর পর ওড়িশায় ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। বিজেডির রাজত্ব শেষে নবীন পট্টনায়কের বদলে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মোহন চরণ মাঝি (Mohan Charan Majhi)। বুধবার শপথগ্রহণের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পুরীর জগন্নাথ মন্দির (Jagannath Temple) নিয়ে এই ঘোষণা করে ছিলেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, আগে মন্দিরের চারটি দরজাই পুণ্যার্থীদের জন্য খোলা থাকত। করোনাকালে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তৎকালীন বিজেডি সরকার। তিনটি দরজা বন্ধ করে দেওয়া হয়। কোভিড পরবর্তী সময় আর সেই তিন দরজা খোলেনি। বিধানসভা ভোটের ইস্তেহারে এই বিষয়টিতে জোর দিয়েছিল গেরুয়া শিবির। তাই ক্ষমতায় ফিরতেই মন্দিরের চার দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী।