১৪ দিন পরও তেলেঙ্গানার সুড়ঙ্গে আটকে শ্রমিকরা, মেলেনি খোঁজ

৮ মার্চ : ১৪ দিন পরও তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক শ্রমিকদের খোঁজ এখনও পাওয়া গেল না। দিনরাত এক করে উদ্ধার অভিযান এখনও চলছে। শুক্রবার সকালে কেরল পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দলকে উদ্ধার অভিযানে নামানো হয়েছে। এখনও পর্যন্ত মানুষের উপস্থিতি শনাক্ত করতে কুকুরগুলি দুটি সম্ভাব্য স্থান চিহ্নিত করেছে। সেই মতো উদ্ধারকারীরা চিহ্নিত স্থান থেকে মাটি সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে সেখানেও শ্রমিকরা রয়েছে কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিকে, কোনও সাড়াশব্দও পাওয়া যাচ্ছে না। ফলে সুড়ঙ্গে নিখোঁজ শ্রমিকদের জীবিত উদ্ধারের আশা যে একদমই ক্ষীণ, তা প্রায় স্পষ্ট।

এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় রেল, সেনাবাহিনী একসঙ্গে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। জানা গিয়েছে, মোট ৭০০ জন মিলে উদ্ধারকাজ করছেন। কিন্তু উদ্ধারকারীরা আপ্রাণ চেষ্টা চালালেও সুড়ঙ্গের ভেতরে থাকা জল-কাদার যথেষ্ট বেগ পেতে হচ্ছে। পাম্প চালিয়ে জল বার করা হলেও ফের কিছুক্ষণের মধ্যেই জল ভরে যাচ্ছে সুড়ঙ্গে। তেলেঙ্গানার সেচমন্ত্রী এন উত্তম কুমার রেড্ডি উদ্ধার অভিযানের তত্ত্বাবধান করছেন। শনিবার তাঁর সুড়ঙ্গ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে উদ্ধারকারীদের সঙ্গে একটি বৈঠকেরও কথা রয়েছে।

১৪ দিন পরও তেলেঙ্গানার সুড়ঙ্গে আটকে শ্রমিকরা, মেলেনি খোঁজ

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি তেলেঙ্গানার নাগারকুর্নুল জেলায় শ্রীশৈলম বাঁধের পেছনে জলসেচের জন্য সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছিল। সেই সময় আচমকাই বাঁধের বাম দিকের একাংশ ধসে পড়ে। ফলে সেখানেই আটকে পড়েন ৮ শ্রমিক।
খবর  : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Author

Spread the News