১৩দিন পর মণিপুরের জঙ্গল থেকে উদ্ধার কাছাড়ের অপহৃত দুই চালক

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : মণিপুরে অপহৃত কাছাড়ের দুই টিপার চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হল। ১৩ দিন পর শনিবার মণিপুর ও অসম পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে মণিপুরের গভীর জঙ্গল থেকে দুই চালককে উদ্ধার করা হয়। গত ৬ জানুয়ারি মণিপুরের তামেংলং জেলা থেকে অপহরণ করা হয়েছিল টিপার সহ তাদের।

পূর্ব ধলাইর গঙ্গানগর চতুর্থ খণ্ডের বাসিন্দা রিজুল হক লস্কর এবং লক্ষীপুরের জিরিঘাট থানা অধীন লক্ষীছড়া ফরেস্ট ভিলেজ দ্বিতীয় খণ্ডের বাসিন্দা নাসির উদ্দিন শিলচর থেকে সড়ক নির্মাণ সংস্থা জন্ডু কন্সট্রাকশনের সামগ্রী বোঝাই করে টিপার নিয়ে রওয়ানা দিয়েছিলেন। পশ্চিম তেমেংলং-এর মান্ডুতে সামগ্রী পৌঁছে দিয়ে ফেরার পথে টিপার সহ দু’জন অপহৃত হন। এরপর দুই চালকের পরিবার জন্ডু কন্সট্রাকশনের ধলাইর কাটাখাল কার্যালয়ে বিষয়টি অবগত করাতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয়। অবশেষে বাধ্য হয়ে তারা কার্যালয়ের  সামনে ধরনায়ও বসে ছিলেন। জন্ডু কন্সট্রাকশনের কর্মীরা তাদের সঙ্গে কথা না বলে ধলাই পুলিশকে অবগত করান। সাক্ষাৎ করেন পুলিশসুপারের সঙ্গেও। বিক্ষোভ প্রদর্শন করে ট্রাক চালক অ্যাসোসিয়েশনও।

১৩দিন পর মণিপুরের জঙ্গল থেকে উদ্ধার কাছাড়ের অপহৃত দুই চালক
১৩দিন পর মণিপুরের জঙ্গল থেকে উদ্ধার কাছাড়ের অপহৃত দুই চালক
Spread the News
error: Content is protected !!