এডিআর পরীক্ষয় উত্তীর্ণ প্রার্থীদের সংবর্ধনা বিধায়ক নীহারের
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : সম্প্রতি অসম সরকারের ঘোষিত সরাসরি নিয়োগ (এডিআর) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকুরি পাওয়া ধলাই বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকজন প্রার্থীকে সংবর্ধনা জানালেন ধলাই বিধায়ক নীহাররঞ্জন দাস। বিধায়ক দাস রবিবার বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডের অধীন সোনাছড়া জিপির দ্বারিকা কুর্মী ও বড়জালেঙ্গা জিপির অভয় সিনহাকে তাদের বাড়িতে গিয়ে সংবর্ধিত করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। দুইজনই অসম সরকারের চাকরি পরীক্ষায় সরাসরি উত্তীর্ণ হয়ে অসম পুলিশ বেটেলিয়নে চাকরি পেয়েছে। অনুরূপ ভাবে গতকাল তিনি বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, পালংঘাট মণ্ডল বিজেপির সভাপতি অপূর্ব দাস ও অন্যান্যদের সঙ্গে নিয়ে আমড়াঘাট ভুবনখালের বাসিন্দা পিনাক পানি দাসকেও তার বাড়িতে গিয়ে সংবর্ধিত করেন।
উল্লেখ্য, পিনাক অসম সরকারের তৃতীয় শ্রেণির চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন, মুখ্যমন্ত্র ড. হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যের লক্ষাধিক প্রতিভাবান যুবক যুবতীদের স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্তি প্রদান করেছে, তিনি তারজন্য মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শৰ্মার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন বিধায়কের সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন আইরংমারা সোনাছড়া জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তেওয়ারি, বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব, কাছাড় জেলা বিজেপির কার্যনির্বাহক সদস্য হরিপদ রাহা, জিপি সভাপতি বান্টি রাহা, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হেমন্ত দাস, দিবাকর গোয়ালা প্রমুখ।