পাথারকান্দি সমজেলায় প্রথমবার স্ট্রং রুমের ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : পাথারকান্দি সমজেলা ঘোষণার পর এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচন ঘিরে এখন পাথারকান্দিজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় সমজেলা প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত সকলে একযোগে কাজ করে চলেছে যাতে নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণার আগপর্যন্ত প্রতিটি ধাপ সুসংগঠিত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য প্রশাসনিক স্তরে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সরকারি আধিকারিকদের নিয়ে প্রতিটি দফায় বিশেষ প্রস্তুতি সভা করে প্রতিটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার পাথারকান্দি সমজেলায় প্রথমবারের মতো গড়ে তোলা হয়েছে স্ট্রং রুমের সুব্যবস্থা, যেখানে নির্বাচনের যাবতীয় রেকর্ড এবং ইভিএম সুরক্ষিতভাবে সংরক্ষিত থাকবে।
সমজেলা আধিকারিক মিনারা দেবী আরামাম নেতৃত্বে গতকাল এই স্ট্রং রুমের নিরাপত্তা ও কার্যকারিতা পর্যবেক্ষণ করা হয়েছে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দুই অতিরিক্ত জেলা আয়ুক্ত রুহনমন তেরন ও রুপক মজুমদার এবং পাথারকান্দি সার্কল বলিনবাবা বালারি। স্ট্রং রুম পরিদর্শনের সময় সমস্ত নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির দিকগুলি খতিয়ে দেখা হয়।

মিনারা দেবী আরামাম জানান, “সমজেলা ঘোষণার পর এই প্রথম পাথারকান্দিতে স্ট্রং রুম স্থাপন করা হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই স্ট্রং রুম থেকেই ভোট গণনা পরিচালিত হবে। ভোট গণনার সময় নিরাপত্তার যাতে কোনও রকম ঘাটতি না থাকে, তার জন্য আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।”

উল্লেখ্য, পাথারকান্দির সোনাখিরা স্বামী বিবেকানন্দ কলেজ এবং আখাইদুম নেহেরু বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের মাঝামাঝি অবস্থিত ইন্ডোর স্টেডিয়ামকেই স্ট্রং রুম হিসাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচনের পর স্ট্রং রুমে ইভিএম ও যাবতীয় নথিপত্র সংরক্ষিত থাকবে এবং নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে।
নির্বাচনী বিধিমালা মেনে স্ট্রং রুমে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত থাকবে কড়া নজরদারি গণনা প্রক্রিয়ার প্রতিটি ধাপ যাতে স্বচ্ছ ও অবাধ হয়, তা নিশ্চিত করতে বিশেষ তদারকি টিমও গঠন করা হয়েছে।