জনজাতি মর্যাদার দাবিতে শিলচরে উত্তাল প্রতিবাদ আদিবাসী ছাত্র সংস্থার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : বিধানসভা নির্বাচনের আগে আদিবাসীদের দাবি পূরণ না হলে বিজেপিকে সমর্থন করা থেকে বিরত থাকার কড়া হুঁশিয়ারি দিল সদৌ অসম আদিবাসী ছাত্র সংস্থার। আদিবাসীদের দৈনিক মজুরি দ্বিগুণ বৃদ্ধি করা, জমির পাট্টা ও জনজাতিকরণের মর্যাদা প্রদানের দাবিতে সোমবার বরাকে প্রথমবারের মতো ধরনা ও বিক্ষোভ প্রদর্শন করল সংগঠন। বিভিন্ন স্লোগানে উত্তাল করে তুললেন সদৌ অসম আদিবাসী ছাত্র সংস্থার কর্মকর্তারা। ২ ঘণ্টার এই প্রতিবাদী কার্যসূচিতে শতাধিক মহিলা ও পুরুষ একজোট হয়ে তাঁদের অধিকার আদায়ে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। শিলচর ডাক বাংলো পয়েন্টে শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন সংস্থার কর্মকর্তারা।

জনজাতি মর্যাদার দাবিতে শিলচরে উত্তাল প্রতিবাদ আদিবাসী ছাত্র সংস্থার

এরপর সংস্থার তরফে জেলা আয়ুক্ত  মারফৎ ভারতের গৃহমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আদিবাসীরা জানান, সংবিধান (অনুসূচিত জনজাতি) সংশোধনী বিধায়ক ২০১৯ বিল অনুযায়ী আসামের আদিবাসীদেরকে অনুসূচিত জনজাতি করণের মর্যাদা প্রদান, সংবিধান অনুযায়ী স্বায়ত্বশাসিত পরিষদে ভোটদান ও সুরক্ষিত শ্রেনীর অধিকার প্রদান,জঙ্গল আইন ২০০৬ অনুয়ায়ী আদিবাসীদের জমির পাট্টা প্রদান, মিশন বসুন্ধরা ১.০ ও ২.০ তে  অসমের বঞ্চিত আদিবাসীদের জমির পাট্টা প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবিতে লাগাতার সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসলেও এখনও কোনও কাজ হয়নি। তাই আদিবাসীরা মাঠে নেমে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। আগামী ২০২৬শে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনের আগে তাঁদের এই দাবি পূরণ না হলে আদিবাসী সমাজ বিজেপিকে সমর্থন করা থেকে বিরত থাকার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এবং নিজের অধিকার আদায়ে আগিমীতে তাঁরা প্রয়োজনে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে পিছ পা হবেন না বলেও সরকারকে সতর্ক করেছেন সংস্থার কর্মকর্তারা। ছবি : হিমাংশু দে।

জনজাতি মর্যাদার দাবিতে শিলচরে উত্তাল প্রতিবাদ আদিবাসী ছাত্র সংস্থার
জনজাতি মর্যাদার দাবিতে শিলচরে উত্তাল প্রতিবাদ আদিবাসী ছাত্র সংস্থার

Author

Spread the News