অ্যাডিনো ভাইরাসে কেড়ে নিচ্ছে একের পর এক শিশুর প্রাণ

৪ মার্চ : করোনা-আতঙ্ক কাটতে না কাটতে নয়া ভাইরাসের উপদ্রপ। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে ভয়াবহ আকার নিয়েছে অ্যাডিনো ভাইরাস। শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে।

শুক্রবার দুপুরে আরও দুই শিশুর মৃত্যু হল বিসি রায় হাসপাতালে। এদিন সকালে এক শিশু কন্যার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। বেলা বাড়তে আরও দুজনের মৃত্যুর খবর মেলে। তার মধ্যে একজন উত্তর ২৪ পরগণার মছলন্দপুরের বাসিন্দা। জ্বর, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ওই শিশুকে বৃহস্পতিবার হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে বি সি রায় হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার সকালে সেখানেই মৃত্যু হয়েছে তার। তার কয়েক ঘণ্টা পরে মৃত্যুর খবর মিলেছে আর এক জনের।

হাসপাতাল সূত্রে খবর, জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বারুইপুর হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও পরবর্তীতে ক্যানিংয়ে বেড়াতে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়ে সে। ভর্তি করা হয় ক্যানিং হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় হাজরার চিত্তরঞ্জন শিশু সদনে। সেখান থেকে পাঠানো হয় বি সি রায় শিশু হাসপাতালে। গত সাত দিনে মৃত্যু হয়েছে ৩০ জন শিশুর। তার সঙ্গে সঙ্গে বাড়ছে রেফার রোগ। জেলা থেকে শহরে আনতে আনতে অবনতি হচ্ছে শারীরিক অবস্থার। এই সমস্যায় মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Author

Spread the News